Adds

শ্বাসকষ্ট থাকায় খেলতে পারবেন না অধিনায়ক আকিব তাহমিদ রুম্মান

 অধিনায়ক আকিব তাহমিদ রুম্মানের শ্বাসকষ্ট থাকায় খেলতে পারবেন আগামী সিরিজে। তাই সিরিজে প্রথম ম্যাচে আরাফাত এবং দ্বিতীয় ম্যাচে আসিফকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে এসকেআর। যার নেতৃত্বের পার্ফমেন্স ভালো হবে তাকে আকিবের প্রতিনিধি বলে এবং আকিবের দলে আসার আগ পর্যন্ত তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। এছাড়া আকিব তাহমিদ রুম্মানের রোগ শেষে তাকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে বলে জানান এসকেআর। 

Post a Comment

0 Comments